জম্মুতে তিন-তলা বহুতল ভেঙে ধংসস্তুপে পরিণত! কেউ হতাহত হননি
জম্মু, ২ ফেব্রুয়ারি (হি.স.): জম্মুতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল একটি তিন-তলা বহুতল। তিন-তলা বহুতলটিতে ভেঙে একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বৃহস্পতিবার ভোররাতে জম্মুর নারওয়াল ইয়ার্ড ট্রান্সপোর্ট নগর এলাকায় অবস্থিত একটি তিন-তলা বহুতল ভেঙে পড়ে। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় কেউ হতাহত হননি। বাড়িটি দীর্ঘদিনের পুরানো ছিল। তিন-তলা ওই বাণিজ্যিক ভবনটি একটি অটো স্টোর ছিল, বহুতলটি পরিবহন নগরের ৬… Read More »