শাহরুখ-কাজল রসায়ন আবার পর্দায় ফিরছে
সাত বছর পর আবার একসঙ্গে শাহরুখ খান (Shah Rukh Khan)-কাজল (Kajol)জুটি। তাঁদের একসঙ্গে দেখা গিয়েছিল রোহিত শেট্টি পরিচালিত ‘দিলওয়ালে’ ছবিতে। সঙ্গে ছিলেন বরুণ ধাওয়ান, কৃতী শ্যানন। এবার তাঁরা আবার জুটি বাঁধতে চলেছেন। পরিচালক তাঁদের কাছের বন্ধু করণ জোহর (Karan Johar)। তিনিও বহুদিন পর ছবি পরিচালনা করছেন। ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছিল তাঁর পরিচালিত শেষ ছবি। […]
সাত বছর পর আবার একসঙ্গে শাহরুখ খান (Shah Rukh Khan)-কাজল (Kajol)জুটি। তাঁদের একসঙ্গে দেখা গিয়েছিল রোহিত শেট্টি পরিচালিত ‘দিলওয়ালে’ ছবিতে। সঙ্গে ছিলেন বরুণ ধাওয়ান, কৃতী শ্যানন। এবার তাঁরা আবার জুটি বাঁধতে চলেছেন। পরিচালক তাঁদের কাছের বন্ধু করণ জোহর (Karan Johar)। তিনিও বহুদিন পর ছবি পরিচালনা করছেন। ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছিল তাঁর পরিচালিত শেষ ছবি। এই খবর শোনার পর থেকেই অনুরাগীদের মধ্যে কৌতুহল, করণ কোন ছবির রিমেক বা সিক্যুয়েল তৈরি করবেন শাহরুখ-কাজলকে নিয়ে। ঠিক কোন ছবির ম্যাজিক ফিরতে চলেছে পুনরায় পর্দায়? কয়েক দিন আগে খবর ছিল এই জুটি আসতে চলেছেন টেলিভিশনের পর্দায়, ডান্স রিয়্যালিটি শো ঝলক দিখলা যা-র বিচারক হয়ে। সঙ্গে থাকবেন তাঁদের আর বন্ধু কোরিওগ্রাফার-পরিচালক ফারহা খান।