RR vs MI LIVE Score, IPL 2022: প্লে-অফের আরও কাছে পৌঁছে যাওয়ার লড়াই সঞ্জুদের

By | April 30, 2022


Rajasthan Royals vs Mumbai Indians Live Score in Bangla: দেখুন রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) বনাম মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।

রাজস্থান বনাম মুম্বই

TV9 Bangla Digital

TV9 Bangla Digital | Edited By: Prantik Deb


Apr 30, 2022 | 6:41 PM

Key Events

হেডে টু হেডে দুই দল

মোট ম্যাচ – ২৬

রাজস্থানের জয় – ১২

মুম্বইয়ের জয় – ১৩

পয়েন্ট টেবিলে দুই দল

রাজস্থান রয়্যালস – ৮ ম্যাচে ১২ পয়েন্ট

মুম্বই ইন্ডিয়ান্স – ৮ ম্যাচে ০

LIVE Cricket Score & Updates

মুম্বই: একটা দল আইপিএলে (IPL 2022) পারফরম্যান্সের তুঙ্গে। ইতিমধ্যেই জয়ের হ্যাটট্রিক করে ফেলেছে। আরেকটা দল পয়েন্ট টেবিলে সবার নীচে। ৮ ম্যাচে একটাতেও জয়ের মুখ দেখেনি। আইপিএলের ইতিহাসে লজ্জার রেকর্ড। আজ সন্ধেয় ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বিরুদ্ধে নামছে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। জিতলেই প্লে অফের পথে অনেকটা পা বাড়িয়ে রাখবেন সঞ্জু স্যামসনরা। অন্য দিকে মুম্বইয়ের কাছে শুধুই মান বাঁচানোর ম্যাচ। প্লে অফের দৌড় থেকে ইতিমধ্যেই ছিটকে গিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। টানা ম্যাচ জিতে আত্মবিশ্বাসের শিখরে বাটলার, চাহালরা। ব্যাটিং-বোলিং উভয় বিভাগই বেশ শক্তিশালী রাজস্থানের। এ বারের খেতাব জয়ের অন্যতম দাবিদার হয়ে উঠেছেন সঞ্জু স্যামসনরা। মুম্বইয়ের কাছে হারানোর কিছু নেই। তাই সব ভুলে অল আউট ঝাঁপাতে তৈরি রোহিত শর্মারা। রানে ফেরার কঠিন চ্যালেঞ্জ মুম্বই অধিনায়কের সামনে। আইপিএলে প্রথম জয়ের খোঁজে মরিয়া হয়ে উঠেছে পাঁচ বারের চ্যাম্পিয়নরা।

Published On – Apr 30,2022 6:30 PMSource link