Ranveer-Karan-Alia: স্বামী রণবীর নয়, সহ অভিনেতা রণবীরের সঙ্গে আলিয়া  

By | April 24, 2022


করণ-আলিয়া-রণবীর

বিয়ে পর্ব মিটিয়ে নব দম্পতি ব্যস্ত সিনেমা শুটিংয়ে। রণবীর কাপুর মানালিতে করেছন অ্যানিমেল ছবির কাজ। অন্যদিকে আলিয়া ভাট শুরু করেছেন করণ জোহর পরিচালিত ছবি রকি অউর রানি কি প্রেম কাহানি। ছবিতে আলিয়ার বিপরীতে রয়েছেন রণবীর সিং। ছবির সেট থেকে রণবীর করণ আর আলিয়াকে জড়িয়ে ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়াতে।

কয়েকদিন আগে মুম্বই বিমানবন্দরে দেখা গিয়েছিল আলিয়াকে। আজ আবারও দেখা যায় তাঁকে বিমানবন্দরে। রণবীরের এই ছবি আর আলিয়ার ছবি বলেই দিচ্ছে কাজ শুরু হয়ে গিয়েছে। ছবির শুটিং হচ্ছে জয়সলমীরে। ছবির সঙ্গে রয়েছে ক্যাপশনও। করণ লিখেছেন, খুব শীঘ্রই রকি আর রানির প্রেমের কাহিনি আপনরা শুনবেন। রণবীর আর আলিয়া এই নিয়ে দ্বিতীয়বার একসঙ্গে কাজ করছেন। এর আগে তাঁদের দেখা গিয়েছিল জোয়া আখতারের গলি বয় ছবিতে।

আরও পড়ুন-Hrithik Roshan:  হৃত্বিক রোশন-এর নতুন ছবির লুক দেখে কী বললেন অনুরাগীরা?

আরও পড়ুন-Prabhas-Yash-KGF 2: ‘কেজিএফ ২’ ছবির সাফল্যের জন্য প্রভাসের শুভেচ্ছা বার্তা, কী বললেন যশ?   Source link