16 May 2022 07:32 PM (IST)
Table of Contents
ওয়ার্নার আউট
লিয়াম লিভিংস্টোন প্রথম বলেই তুলে নিলেন ডেভিড ওয়ার্নারের উইকেট।
16 May 2022 07:30 PM (IST)
দিল্লির ইনিংস শুরু
দিল্লি ক্যাপিটালসের হয়ে ওপেনিংয়ে নামলেন সরফরাজ খান ও ডেভিড ওয়ার্নার।
16 May 2022 07:10 PM (IST)
পঞ্জাবের প্রথম একাদশ
পঞ্জাব কিংসের প্রথম একাদশ: মায়াঙ্ক আগরওয়াল (অধিনায়ক), শিখর ধাওয়ান, জনি বেয়ারস্টো, ভানুকা রাজাপক্ষ (উইকেটকিপার), লিয়াম লিভিংস্টোন, ঋষি ধাওয়ান, জিতেশ শর্মা, রাহুল চাহার, অর্শদীপ সিং, কাগিসো রাবাডা, হরপ্রীত বরার।
#NorthernDerby lai unchanged! ⚔️#SaddaPunjab #IPL2022 #PunjabKings #PBKSvDC #ਸਾਡਾਪੰਜਾਬ pic.twitter.com/DOlkYspR5b
— Punjab Kings (@PunjabKingsIPL) May 16, 2022
16 May 2022 07:09 PM (IST)
দিল্লির প্রথম একাদশ
দিল্লি ক্যাপিটালসের প্রথম একাদশ: সরফরাজ খান, ডেভিড ওয়ার্নার, ঋষভ পন্থ (অধিনায়ক ও উইকেটকিপার), মিচেল মার্শ, রোভম্যান পাওয়েল, ললিত যাদব, শার্দূল ঠাকুর, অনরিখ নর্টজে, খালিল আহমেদ, অক্ষর প্যাটেল ও কুলদীপ যাদব।
🔺 IN:Sarfaraz Khan, Khaleel Ahmed🔻 OUT: KS Bharat, Chetan Sakariya
Two changes tonight vs PBKS! Let’s go 🤝🏽#YehHaiNayiDilli | #IPL2022 | #PBKSvDC | #TATAIPL | #IPL | #DelhiCapitals | @Dream11 pic.twitter.com/CC8Y6Vad5v
— Delhi Capitals (@DelhiCapitals) May 16, 2022
16 May 2022 07:01 PM (IST)
টস আপডেট
টসে জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন পঞ্জাব কিংসের অধিনায়ক মায়াঙ্ক আগরওয়াল।
16 May 2022 06:42 PM (IST)
আর কিছুক্ষণ পর শুরু হবে পঞ্জাব-দিল্লি লড়াই
ডিওয়াই পাতিল স্টেডিয়ামে ৭.৩০ মিনিটে মুখোমুখি হবে পঞ্জাব-দিল্লি।
Hello and welcome to Match 64 of #TATAIPL#PBKS will take on #DelhiCapitals at the DY Patil Stadium.
Who are you rooting for?#PBKSvDC pic.twitter.com/remf2mrs6U
— IndianPremierLeague (@IPL) May 16, 2022
16 May 2022 06:35 PM (IST)
প্রথম পর্বের সাক্ষাতের ফল
চলতি আইপিএলে প্রথম পর্বের সাক্ষাতে পঞ্জাবকে দাপটের সঙ্গে ৫৭ বল বাকি থাকতেই ৯ উইকেটে হারিয়েছিল দিল্লি।
16 May 2022 06:35 PM (IST)
এক নজরে হেড টু হেড
হেড টু হেডে নজর রাখলে দেখা যাবে এখনও পর্যন্ত আইপিএলের ম্যাচে মোট ২৯ বার মুখোমুখি হয়েছে পঞ্জাব ও দিল্লি। যার মধ্যে পঞ্জাব জিতেছে ১৫ বার এবং দিল্লি জিতেছে ১৪ বার।