IPL 2022 RR vs RCB Live Streaming: জেনে নিন কখন এবং কীভাবে দেখবেন আইপিএলে রাজস্থান রয়্যালস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ম্যাচ

By | April 5, 2022


জেনে নিন কখন এবং কীভাবে দেখবেন আইপিএলে রাজস্থান রয়্যালস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ম্যাচ

মুম্বই: আজ, মঙ্গলবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে পয়েন্ট টেবলের শীর্ষে থাকা সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) ও ফাফ দু’প্লেসির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore)। এখনও অবধি দুই দলই দুটো করে আইপিএল-২০২২ (IPL 2022) এর ম্যাচে খেলেছে। তাতে সঞ্জুর পিঙ্ক আর্মি ২টি ম্যাচেই জিতে ৪ পয়েন্ট পেয়েছে। আর আরসিবি ১টি ম্যাচে জিতেছে অপরটিতে হেরেছে। ফলে এই মুহূর্তে ২ পয়েন্ট রয়েছে বিরাটদের ঝুলিতে। হেড টু হেডে নজর দিলে দেখা যায় আইপিএলের মঞ্চে মোট ২৫ বার সাক্ষাৎ হয়েছে দুই দলের। তার মধ্যে ১০ বার জিতেছে রাজস্থান, ১২ বার জিতেছে আরসিবি। এবং ৩টি ম্যাচ অমীমাংসিত। সঞ্জুর দল এ বার যে ফর্মে রয়েছে তাতে ফাফদের হারিয়ে জয়ের হ্যাটট্রিক পূর্ণ করে ফেলতেই পারে। তাই ক্রিকেটপ্রেমীদের বিশেষ নজর থাকবে আজকের ম্যাচে।

রাজস্থান রয়্যালস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ম্যাচটি কবে হবে?

রাজস্থান রয়্যালস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ম্যাচটি (৫ এপ্রিল) আজ, মঙ্গলবার হবে।

রাজস্থান রয়্যালস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ম্যাচটি কোথায় হবে?

রাজস্থান রয়্যালস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ম্যাচটি মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে হবে।

রাজস্থান রয়্যালস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ম্যাচটি কখন শুরু হবে?

ভারতীয় সময় অনুসারে রাজস্থান রয়্যালস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ম্যাচটি শুরু হবে সন্ধ্যে ৭.৩০ টায়। ম্যাচের আগে ৭ টায় টস হবে।

কোথায় দেখা যাবে রাজস্থান রয়্যালস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ম্যাচের লাইভ স্ট্রিমিং?

রাজস্থান রয়্যালস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। মোবাইলে দেখা যাবে ডিজনি প্লাস হটস্টার অ্যাপ্লিকেশনে। এ ছাড়া দর্শকরা জিও টিভি অ্যাপ্লিকেশনেও দেখতে পাবেন আইপিএল ম্যাচের লাইভ স্ট্রিমিং। পাশাপাশি আইপিএল ২০২২ এর প্রতিটি ম্যাচের লাইভ আপডেট দেখতে পাওয়া যাবে TV9Bangla ওয়েবসাইটে।

রাজস্থান রয়্যালস স্কোয়াড: সঞ্জু স্যামসন, জস বাটলার, যশস্বী জসওয়াল, রবিচন্দ্রন অশ্বিন, ট্রেন্ট বোল্ট, শিমরন হেটমায়ার, দেবদত্ত পাড়িক্কাল, প্রসিধ কৃষ্ণা, যুজবেন্দ্র চাহাল, রিয়ান পরাগ, কেসি চারিপ্পা, নভদীপ সাইনি, ওবেদ ম্যাকয়, অরুনয় সিং, কুলদীপ সেন, করুণ নায়ার, ধ্রুব জুরেল, তেজস বারোকা, কুলদীপ যাদব, শুভম ঘারওয়াল, জেমস নিশাম, নাথান কুইন্টার-নাইল, রসি ভ্যান দার ডুসেন।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর স্কোয়াড: বিরাট কোহলি, মহম্মদ সিরাজ, গ্লেন ম্যাক্সওয়েল, ফাফ দু’প্লেসি, হর্ষল প্যাটেল, ভানিন্দু হাসারঙ্গা, দীনেশ কার্তিক, জশ হ্যাজেলউড, শাহবাজ আহমেদ, অনুজ রাওয়াত, আকাশ দীপ, মহিপাল লোমরোর, ফিন অ্যালেন, শেরফান রাদারফোর্ড, জেসন বেহরানডর্ফ, অন্নেশর গৌতম, সুয়শ প্রভুদেশাই, চামা মিলিন্দ, কর্ণ শর্মা, সিদ্ধার্ধ কৌল, রজত পতিদার, ডেভিড উইলি।

আরও পড়ুন: IPL 2022: ঘুম থেকে উঠে যদি রোনাল্ডো হয়ে যান, ব্রেন স্ক্যান করবেন বিরাটSource link