আজ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দ্বিতীয় দিন। আইপিএলের (IPL) মঞ্চে ক্রিকেটের পাশপাশি রয়েছে গ্ল্যামারের ছটা। আজ রবিবারের ডাবল হেডারের প্রথম ম্যাচে মুখোমুখি দিল্লি ক্যাপিটালস ও মুম্বই ইন্ডিয়ান্স। এক নজরে দেখে নিন দিল্লি ও মুম্বইয়ের দলের তারকা প্লেয়ারের সুন্দরী স্ত্রীদের কিছু ছবি…
Updated On – 5:20 pm, Sun, 27 March 22
1 / 8
রোহিত শর্মার স্ত্রী রিতিকা সজদে – মুম্বই ইন্ডিয়ান্স ও ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মার স্ত্রী রিতিকা সজদে (Ritika Sajdeh)। ২০১৫ সালের ডিসেম্বরে সুন্দরী রিতিকার সঙ্গে গাঁটছড়া বাঁধেন হিটম্যান। তাঁদের একটি ফুটফুটে কন্যাসন্তান রয়েছে। তার নাম সামাইরা।
2 / 8
জশপ্রীত বুমরার স্ত্রী সঞ্জনা গণেশন – ভারতীয় দলের তারকা পেসার ও মুম্বই ইন্ডিয়ান্সের অন্যতম সেরা অস্ত্র জশপ্রীত বুমরার স্ত্রী সঞ্জনা গণেশন (Sanjana Ganesan)। আইপিএলের সুন্দরী অ্যাঙ্কারদের তালিকাতেও তিনি রয়েছেন। সঞ্জনা একজন ক্রীড়া সঞ্চালিকা। ২০২১ সালে বুমরার সঙ্গে সাতপাঁকে বাঁধা পড়েন সুন্দরী সঞ্জনা।
3 / 8
টাইমাল মিলসের স্ত্রী ইন্ডিয়া-কেট ম্যাকলাভান – ইংল্যান্ডের তারকা বোলার টাইমাল মিলসের স্ত্রী ইন্ডিয়া-কেট ম্যাকলাভান (India-Kate McLaven)। ২০১৯ সালে সুন্দরী ইন্ডিয়ার সঙ্গে বিয়ে হয় টাইমালের। ২০২০ সালে তাঁদের একমাত্র কন্যাসন্তানের জন্ম হয়।
4 / 8
টিম ডেভিডের স্ত্রী স্টেফানি কেরশো – সিঙ্গাপুরজাত অলরাউন্ডার টিম ডেভিডের স্ত্রী সুন্দরী স্টেফানি কেরশো (Stephanie Kershaw)। পেশায় তিনি ফিল্ড হকি প্লেয়ার। তিনি অস্ট্রেলিয়া মহিলা হকি দলের সদস্য।
5 / 8
অনরিখ নর্টজের স্ত্রী মাইকেলা নর্টজে – দক্ষিণ আফ্রিকা ও দিল্লি ক্যাপিটালসের তারকা পেসার অনরিখ নর্টজের স্ত্রী মাইকেলা নর্টজের (Micaela Nortje)। মাইকেলা পেশায় শিক্ষিকা। ২০১৯ সালে অনরিখ-মাইকেল বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।
6 / 8
ডেভিড ওয়ার্নারের স্ত্রী ক্যান্ডিস ওয়ার্নার – অজি তারকা ক্রিকেটার ও দিল্লি ক্যাপিটালসের ওপেনার ডেভিড ওয়ার্নারের স্ত্রী ক্যান্ডিস ওয়ার্নার (Candice Warner)। তিনি পেশায় আয়রন উইমেন ও সার্ফ লাইভ সেভার। ২০১৫ সালে ওয়ার্নারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ক্যান্ডিস। তাঁদের তিনটি কন্যাসন্তান রয়েছে।
7 / 8
মনদীপ সিংয়ের স্ত্রী জগদীপ জসওয়াল – ২০১৬ সালে জগদীপ জসওয়ালের (Jagdeep Jaswal) সঙ্গে গাটছড়া বাঁধেন মনদীপ সিং। দিল্লি ক্যাপিটালসের এই ক্রিকেটারের স্ত্রী পেশায় মেক আপ আর্টিস্ট। তাঁদের একটি ফুটফুটে পুত্রসন্তান রয়েছে।
8 / 8
রোভম্যান পাওয়েলের স্ত্রী প্রিয়া অ্যালেক্সজান্দ্রা – ক্যারিবিয়ান অলরাউন্ডার রোভম্যান পাওয়েল এ বারের আইপিএলে খেলছেন দিল্লি ক্যাপিটালসের হয়ে। তাঁর স্ত্রী হলেন প্রিয়া অ্যালেক্সজান্দ্রা (Priya Alexandra)। সোশ্যাল মিডিয়া থেকে প্রিয়া নিজেকে দূরে সরিয়ে রেখেছেন। মাঝে মাঝে তাঁর ছবি পোস্ট করে থাকেন রোভম্যান।
Share this:
- Click to share on Twitter (Opens in new window)
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on Pinterest (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- Click to print (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Reddit (Opens in new window)
- Click to share on Tumblr (Opens in new window)
- Click to share on Pocket (Opens in new window)
- Click to share on Skype (Opens in new window)