French Open Final 2022: স্বপ্নের ফাইনালে নায়কের বিরুদ্ধে নামার প্রহর গুণছেন রুড

By | June 4, 2022


নাদালের অ্যাকাডেমিতে রুড। ফাইল ছবি।

Image Credit source: Twitter

ক্লে কোর্টের শিল্পে নাদালের থেকে কোনও অংশে পিছিয়ে নেই রুড। বরং কিছু ক্ষেত্রে এগিয়ে। ২০২০ থেকে ৬৫ ম্যাচ জিতেছেন, ৮ টি প্রতিযোগিতার ফাইনালে উঠেছেন এবং ক্লে কোর্টে ৭ টি ট্রফি জিতেছেন।

প্যারিস: এক পা পিছিয়ে, দু’পা এগনো। এই পদ্ধতি সঙ্গী করেই ফরাসি ওপেনের (French Open 2022) ফাইনালে ক্যাসপার রুড (Casper Ruud)। নরওয়ের প্রথম খেলোয়াড় হিসেবে গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে। বিশ্বের প্রাক্তন তিন নম্বর মারিন সিলিসকে চার সেটের ম্যাচে হারালেন ৩-৬, ৬-৪, ৬-২, ৬-২ ব্যবধানে। শুরুতে মন্থর ছিলেন রুড। অতি আক্রমণাত্মক মানসিকতাও দেখা যায়। দ্বিতীয় সেট থেকে খেলার ধরণ বদলান রুড। বেস লাইন থেকেও অনেকটা পিছিয়ে, কার্যত বিজ্ঞাপনের বোর্ডের কাছে দাঁড়িয়ে রিটার্ন করছিলেন। বেশ কিছুটা সমস্যা হচ্ছিল সিলিসের। প্রথম সেমিফাইনালের পরই ফিলিপে শ্যাটরিয়ের কোর্টের ছাদ খুলে দেওয়া হয়। আর্দ্রতা এবং ভারী আবহাওয়ার কারণে শুরুর আধঘণ্টা দু’জনই সমস্যা পড়েন। প্রথম সেট সিলিস জিতলেও বাকি তিন সেট একপেশে জয় রুডের। ক্লে-কোর্টে সম্প্রতি দারুণ ছন্দে রয়েছেন ক্যাসপার রুড। রোম মাস্টার্সে জকোভিচের কাছে হারের পর ক্লে-কোর্টে টানা দশ ম্যাচে জিতলেন রুড। ২৩ বছরের রুডের সামনে ফাইনালে ক্লে-কোর্টের রাজা রাফায়েল নাদাল (Rafael Nadal)। ফাইনাল নিশ্চিতের পর রুড বলেন, ‘আমার জন্য দারুণ ম্যাচ। শুরুটা ভালো হয়নি আমার। মারিনও খুব ভালো খেলেছে।‘

রাফায়েল নাদালের বিরুদ্ধে ফাইনালের প্রতিটা মুহূর্ত হয়তো সাজিয়ে রাখবেন ক্যাসপার রুড। ছোটোবেলার একটি ঘটনা বিশেষ ভাবে মনে রেখেছেন। ২০০৮ সালের অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনাল। রাফায়েল নাদালকে হারান জো উইলফ্রেড সঙ্গা। টেলিভিশনের সামনে কান্নায় ভেসেছিলেন ক্যাসপার রুড। নায়কের হার মেনে নিতে পারেননি ছোট্ট ছেলেটা। ২০১৯’এ মায়োর্কায় রাফা নাদাল অ্যাকাডেমিতে অনুশীলনের সুযোগ পান ১৯ বছরের রুড। সেই মুহূর্তকে ‘স্বপ্নপূরণ’ হিসেবে বর্ণনা করেছিলেন রুড।

রবিবার ছোট বেলার নায়ক এবং মেন্টরের বিরুদ্ধেই ফরাসি ওপেনের ফাইনালে নামছেন রুড। নরওয়ের প্রথম খেলোয়াড় হিসেবে গ্র‍্যান্ড স্ল্যাম ফাইনালে খেলতে নামা রুড বলছেন, ‘বিগ থ্রি-র শেষ খেলোয়াড় নাদাল এবং সেরার বিরুদ্ধে খেলতে নামছি। এতদিনের অপেক্ষার অবসান হতে চলেছে। অবশেষে তাঁর বিরুদ্ধে খেলার সুযোগ পাচ্ছি, তাও আবার গ্র‍্যান্ড স্ল্যামের ফাইনালে। আমার জন্য বিশেষ মুহূর্ত হতে চলেছে। হয়তো তাঁর কাছেও কিছুটা বিশেষ মুহূর্ত। তিনি অনেক ফাইনাল খেলেছেন। সম্ভবত এবারই নিজের অ্যাকাডেমির ছাত্রর বিরুদ্ধে খেলবেন।’

টেনিস অনুরাগীদের জন্যও উপভোগ্য ম্যাচ হতে চলেছে। একদিকে প্রথমবার গ্র‍্যান্ড স্ল্যাম ফাইনাল খেলতে নামা রাফায়েল নাদাল। ক্লে কোর্টের রাজা। তবে বয়স ৩৬। অন্যদিকে, ক্লে কোর্টে টানা দশ ম্যাচ জেতা রুড। বয়স মাত্র ২৩। ফাইনালের মঞ্চে অভিজ্ঞতা বনাম তারুণ্যের লড়াই। ক্লে কোর্টের শিল্পে নাদালের থেকে কোনও অংশে পিছিয়ে নেই রুড। বরং কিছু ক্ষেত্রে এগিয়ে। ২০২০ থেকে ৬৫ ম্যাচ জিতেছেন, ৮ টি প্রতিযোগিতার ফাইনালে উঠেছেন এবং ক্লে কোর্টে ৭ টি ট্রফি জিতেছেন।Source link