এসপি অফিস উদ্বোধনে অভিষেক
Abhishek Banerjee in Diamond Harbour: অভিষেক জানান, এই ডায়মন্ড হারবার পুলিশ জেলাতেই প্রথম সিসিটিভি লাগানো হয়েছিল। পরে তা অনুকরণ করে অন্যান্য পুলিশ জেলাও।
ডায়মন্ড হারবার : আরও একবার ডায়মন্ড হারবার মডেলের কথা শোনা গেল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলায়। এর আগে করোনা নিয়ন্ত্রণে ডায়মন্ড হারবারকে মডেল হিসেবে উল্লেখ করেছিলেন সাংসদ, তা নিয়ে অনেক বিতর্কও হয়েছিল বাংলার রাজনীতিতে। আর এবার পুলিশ প্রশাসনের কার্যক্রমের ক্ষেত্রেও বাংলার অন্যান্য জেলা ডায়মন্ড হারবারকে অনুকরণ করেছে বলে উল্লেখ করলেন তিনি। শনিবার ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ সুপারের কার্যালয় উদ্বোধন করতে গিয়ে অভিযেক বলেন, গর্ব করে বলতে পারি, ‘হোয়াট ডায়মন্ড হারবার থিংকস টুডে, রেস্ট অব বেঙ্গল থিংকস টুমরো।’
কোন ক্ষেত্রে মডেল ডায়মন্ড হারবার?
এ দিন অভিষেক উল্লেখ করেন, ডায়মন্ড হারবার পুলিশ জেলার ক্ষেত্রে অর্থাৎ মেটিয়াবুরুজ থেকে শুরু করে ডায়মন্ড হারবারের নদীর ধার পর্যন্ত মোট ৯ টি আইসি থানা, ৪ টি ওসি থানা ও একাধিক আউটপোস্টে পুরো এলাকায় নজর রাখা হত সিসিটিভি-র মাধ্যমে। ২০১৮ সাল থেকে সেই প্রক্রিয়া শুরু হয়েছে, যা এ রাজ্যে প্রথম বলেই দাবি করেছেন অভিষেক। তিনি বলেন, ‘আজ হয়ত অনেক পুলিশ জেলাই এই সিসিটিভি-র ব্যবহার শুরু করেছে। কিন্তু আমি গর্ব করে বলতে পারি, আজ ডায়মন্ড হারবার যা ভাবে, বাকি বাংলা কাল সেটা ভাবে।’
সবিস্তারে আসছে…