চাকরি প্রার্থীদের জন্য রয়েছে বিশাল সুখবর! সম্প্রতি কেন্দ্রীয় বিদ্যালয় (KVS Recruitment 2022) কর্তৃক একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানে জানানো হয়েছে যে এখানে একাধিক শূন্যপদের জন্য কর্মী নিয়োগ করা হবে। কর্মী নিয়োগ করা হবে শিক্ষক এবং নন টিচিং স্টাফ হিসেবে। কেন্দ্রীয় বিদ্যালয়ে (KVS) শিক্ষকপদে গ্র্যাজুয়েট টিচার (PRT), ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার (TGT), পোস্ট গ্র্যাজুয়েট টিচার (PGT) এবং অ্যাসিটেন্ট প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপালসহ একাধিক শূন্যপদের জন্যে এই নিয়োগ করা হবে। এছাড়াও নন টিচিং পদের জন্য লাইব্রেরিয়ান, ফাইনান্সিয়াল অফিসার, অ্যাসিটেন্ট ইঞ্জিনিয়ার, স্টেনোগ্রাফার, হিন্দি ট্রান্সলেটরসহ একাধিক শূন্যপদের জন্য নিয়োগ করা হবে।
এছাড়াও বিভিন্ন সরকারি চাকরি (Sarkari Job) সহ বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়। যুক্ত হওয়ার লিঙ্ক নিচে নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇
বিষয় তালিকা
যে যে পদে নিয়োগ করা হবে-
প্রাথমিক শিক্ষক- ৬৪১৪টি শূন্যপদ
প্রাথমিক শিক্ষক (সঙ্গীত)- ৩০৩টি শূন্যপদ
সহকারী কমিশনার- ৫২টি শূন্যপদ
অধ্যক্ষ- ২৩৯টি শূন্যপদ
উপাধ্যক্ষ- ২০৩টি শূন্যপদ
TGT- ৩১৭৬টি শূন্যপদ
PGT- ১৪০৯টি শূন্যপদ
গ্রন্থাগারিক- ৩৫৪টি শূন্যপদ
সহকারী প্রকৌশলী- ২টি শূন্যপদ
সহকারী- ১৫৬টি শূন্যপদ
হিন্দি অনুবাদক- ১১টি শূন্যপদ
স্টেনোগ্রাফার গ্রেড-২- ৫৪টি শূন্যপদ
প্রাথমিক শিক্ষক- ৩০৩টি শূন্যপদ
অর্থ কর্মকর্তা- ৬টি শূন্যপদ
সিনিয়র সচিবালয় সহকারী- ৩২২টি শূন্যপদ
জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট- ৭০২টি শূন্যপদ
মোট- ১৩৪০৪টি শূন্যপদ
🔥 আরও পড়ুন: 👇👇👇
🔥 ১,৬০,০০০ টাকা পেয়ে যান এই স্কলারশিপে আবেদন করে (Apply Now!) | Amazon Scholarship 2022
🔥 আরও পড়ুন: 👇👇👇
🔥 West Bengal Textile Recruitment 2022
🔥 আরও পড়ুন: 👇👇👇
🔥 Eastern Railway Recruitment 2022
বয়সসীমা-
এখানে প্রত্যেকটি পদের জন্য বয়সসীমা ভিন্ন।
PGT পদের জন্য সর্বোচ্চ বয়স ৪০ বছর।
TGT এবং গ্রন্থাগারিকের পদের জন্য সর্বোচ্চ বয়স ৩৫ বছর।
PRT পদের জন্য সর্বোচ্চ বয়স হলো ৩০ বছর।
আবেদন মুল্য-
এই চাকরির জন্য জেনারেল, OBC এবং EWS শ্রেণীর প্রার্থীদের ১০০০ টাকা আবেদন মুল্য দিতে হবে। SC/ST এবং PWD শ্রেণীর প্রার্থীদের কোনো আবেদন মুল্য দিতে হবে না। আবেদন মুল্য আপনাকে অনলাইন মাধ্যমে দিতে হবে।
গুরুত্বপূর্ণ তারিখসমুহ-
এই চাকরির জন্য আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী ৫ ডিসেম্বর থেকে। এই চাকরির জন্য আবেদনের শেষ তারিখ ২৬ ডিসেম্বর।
নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। নিচে সরাসরি প্রাইমারী টেট অ্যাডমিট কার্ড- ডাউনলোডের এর লিঙ্ক দেওয়া হলো-👇👇👇
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
🔥 আরও চাকরি, প্রকল্প ও লেটেস্ট আপডেট দেখুন 👇👇👇
🔥 এই ৫ সরকারি চাকরিতে পাবেন সবথেকে বেশি বেতন, পাশাপাশি প্রচুর সুযোগ-সুবিধা!
🔥 Indian Air Force Recruitment 2022