মুম্বই, ৫ ডিসেম্বর (হি.স.) : মুম্বই বিমানবন্দরে দুটি পৃথক শুল্ক বিভাগের দল মোট ৪৭১২ গ্রাম সোনা বাজেয়াপ্ত করেছে। এর মোট বাজার মূল্য প্রায় ২.৫ কোটি টাকা। এসব মামলায় তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে শুল্ক বিভাগের দল। এই তিন অভিযুক্তকে নিয়ে শুল্ক বিভাগের টিম তদন্ত চালাচ্ছে।
সোমবার শুল্ক দফতরের এক আধিকারিক জানিয়েছেন, মুম্বই বিমানবন্দরে সোনা নিয়ে অভিযুক্তদের আসার খবর পাওয়া যায়। এ কারণে মুম্বই বিমানবন্দরে শুল্ক দফতরের দল নজরদারি করে। প্রথম ক্ষেত্রে, বিশেষভাবে ডিজাইন করা অন্তর্বাসে লুকানো ১৮৭২ গ্রাম সোনা বাজেয়াপ্ত করে। আরেকটি ঘটনায় বিমানের টয়লেটে লুকিয়ে রাখা ২৮৪০ গ্রাম সোনা উদ্ধার করা হয়েছে। এ দুটি ঘটনায় শুল্ক বিভাগ মোট ৪৭১২ গ্রাম স্বর্ণ বাজেয়াপ্ত করেছে। এই সোনা চোরাচালান মামলায় মোট তিন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।