ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৬ নভেম্বর।। চ্যাম্পিয়ন হলো অগ্রজিৎ পাল। ভোকলসে অভিজ্ঞান ঘোষকে পেছনে ফেলে। উদয়পুর দাবা সংস্থা আয়োজিত উন্মুক্ত দাবা চ্যাম্পিয়নশিপ আসরে। ৫ রাউন্ড শেষে দুজনের পয়েন্টই সাড়ে ৪। পরে ভোকলসে খেতাব নির্ধারন হয়। শনিবার হয় আসর। তাতে অংশ নিয়েছিলেন ৬৪ জন দাবাড়ু। মহকুমাভিত্তিক দাবার আসরে এতজন দাবারুদের অংশগ্রহণ এবং ব্যাপক সাড়া লক্ষ্যণীয়। আগামী দিনে এখান থেকেই রাজ্য, জাতীয় ও আন্তর্জাতিক আসরে দাবারুরা দাপিয়ে বেড়াবে বলে প্রত্যাশা।